সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন গোল্ডেন কোস্ট টেকনিক্যাল সার্ভিস কোম্পানির ৫ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
চাঁদপুর জেলার দক্ষিণ বালিয়া ইউনিয়নের বাখরপুর গ্রামের জয়নাল মাঝীর ছেলে আমির হোসেন মাঝী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।
বর্তমানে দুবাইয়ে তার দুটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে বাংলাদেশি শ্রমিকরা কর্মরত।
প্রতিষ্ঠানের ৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে কোম্পানির শ্রমিকদের অংশগ্রহণে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কোম্পানির মালিক আমির হোসেন মাঝী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী ও চাঁদপুর জেলার মহামায়া এলাকার কৃতি সন্তান শরীফ হোসেন, দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি শরীফুল ইসলাম, ব্যবসায়ী আরিফুর রহমান, মাসুদুর রহমান, মহসীন শেখ, জামাল মিয়া, নূর উদ্দিন, কামরুল ইসলাম, শাহ পরান, সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।
হঠাৎ এমন আয়োজন পেয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক আনন্দ দেখা যায়। অনুভূতি প্রকাশ করে শ্রমিকরা বলেন, “আমরা কখনো ভাবিনি আমির ভাই আমাদের জন্য এত সুন্দর আয়োজন করবেন। ফলমূল দিয়ে নাস্তা ও শেষে বিরিয়ানির ব্যবস্থা দেখে মনে হচ্ছে আমরা যেন কোনো বিয়েবাড়িতে এসেছি।”
তারা আরও বলেন, কোম্পানি কর্তৃপক্ষের আন্তরিক আচরণ ও বন্ধুসুলভ পরিবেশের কারণে তারা মনোযোগ সহকারে কাজ করতে পারছেন। এজন্য তারা কোম্পানি মালিক ও তার পরিবারের জন্য দোয়া করেন।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন আমির হোসেন মাঝী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে তার প্রতিষ্ঠান ও পরিবারের জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ও ট্রান্সফার ভিসা বন্ধ থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশি শ্রমিকদের শ্রম ছাড়া তার ব্যবসার অগ্রগতি সম্ভব নয়।
তিনি বাংলাদেশের বর্তমান সরকারের কাছে দ্রুত ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানের আহ্বান জানান এবং বলেন, “প্রবাসীরা বাংলাদেশের সম্পদ। প্রবাসীদের সমস্যা মানেই দেশের অর্থনীতির চাকা দুর্বল হয়ে যাওয়া।”
সবশেষে তিনি সবার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।