উম্ম আল কোয়াইন সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া এবং জুলাই যুদ্ধের শহীদ উসমান হাদীর স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ চৌধুরী। শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী এবং সঞ্চালনা করেন নাহিদুজ্জামান নাসির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আমিরুল ইসলাম এনাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মারুফ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং আব্দুসুক্কুর।
শোক সভায় শহীদ উসমান হাদীর ওপর শোক প্রস্তাব পাঠ করেন তৌয়ারিছ আলী খুকন এবং বেগম খালেদা জিয়ার ওপর শোক প্রস্তাব পাঠ করেন মাওলানা সামছুল ইসলাম।
সাধারণ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, জুনেদ আহমদ, রিয়াজ উদ্দিন, রেজাউল করিম রানা, মো. ইউছুফ ও মাছুম আহমদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, তেরাব আলী, আব্দুল হাকিম, ফিরুজ আলম, শাহাবুদ্দিন, আব্দুল হক, মুসলিম উদ্দিনসহ উম্ম আল কোয়াইনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপামর জনসাধারণের নেত্রী এবং জাতীয় নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক। তারা আরও বলেন, শহীদ উসমান হাদী ছিলেন দেশের সূর্যসন্তান। তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আমরা বাংলাদেশ সরকারের অধিভুক্ত একটি সামাজিক সংগঠন। সরকার যাদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন ও ছুটি ঘোষণা করেছে, তাদের প্রতি সম্মান জানিয়েই এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা মোহাম্মদ ফেরদৌস দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শোক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।