বাংলাদেশের রাজনীতির অন্যতম নক্ষত্রের পতন হয়েছে। আজ, ৩০ ডিসেম্বর ২০২৫, ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘মা, মাটি ও মানুষের নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে বিশিষ্ট একজন নেত্রীর উপস্থিতির অবসান ঘটলো।
খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ২০২০ সালে সরকারের নির্বাহী আদেশে প্রাপ্ত শর্তসাপেক্ষ মুক্তিতে ছিলেন বেগম জিয়া।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হলো। তিনি একজন দক্ষ রাজনীতিবিদ এবং দেশের জন্য অনেক অবদান রেখেছেন।