দুবাই প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি
/ ৫৪
Time View
Update :
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
Share
১৬ ডিসেম্বর ২০২৫, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও শহীদদের স্মরণে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সূচনা হয়।
আবুধাবিতে জাতীয় পতাকা উত্তোলন করেন মান্যবর রাষ্ট্রদূত তারেক আহাম্মদ, এবং দুবাই কনসুলেটে পতাকা উত্তোলন করেন কনস্যাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা: কাউন্সেলর তৌহিদ ইমাম রাষ্ট্রপতির বাণী পাঠ: উপমিশন প্রধান শাহনাজ আক্তার রানু প্রধান উপদেষ্টার বাণী পাঠ: লেবার কাউন্সেলর মোহাম্মদ উল্লাহ খান পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ: প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) রুবাইয়া আফরোজ
এদিন মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
উপস্থিত ছিলেন: বাংলাদেশ সমিতি, জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, মুক্তিযোদ্ধা, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিজয় দিবসের চেতনায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছিল গভীর আবেগ ও গর্বের প্রকাশ।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি।
Office
United Arab Emirates
Dubai Dera Al Baraha Villa no: 11 office no: 303
phone :+971522830066
Tel:04-3459483