• বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
Headline
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো স্টারলিংকের মিরসরাই উপজেলাব্যাপী ঈদে দলীয় নেতামর্কীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মোহাম্মদ সরওয়ার উদ্দীন সেলিম যায়যায়দিন পত্রিকা নিয়ে ষড়যন্ত্র বন্ধে দুবাইয়ে প্রতিবাদ সভা আজমানে হারামাইন পারফিউমের উদ্দ্যোগে ইফতার পাটি হাজারো মানুষের ইফতারের আয়োজন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ও মনপুরা রেস্টুরেন্ট’র সৌজন্যে গতকাল বুধবার (১২ই মার্চ) আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাউজান উপজেলা উরকিরচর প্রাবাসী হাজী মোহাম্মদ লোকমান হাকিম চৌধুরী আর নেই। সংযুক্ত আরব আমিরাতে তিলাওয়াতে কোরআন প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন। RTA announces changes to paid parking hours in Dubai for Ramadan 2025 মিরসরাইয়ে ছত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া ও মেধা পুরষ্কার বিতরন।

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহঃ স্মারক গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে আল হাসান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন

এস,এম,ফয়জুল্লাহ শহিদ / ৪৭৮ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪

এস,এম,ফয়জুল্লাহ শহিদ

প্রয়াত হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.এর বর্নাঢ্য জীবনের ঘটনা বহুল নানান বিষয় নিয়ে পরিবারের পক্ষ থেকে ও আল হাসান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর উদ্যোগে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে। এর মূল নির্দেশনা প্রদান করেন হেফাজতে ইসলামের বর্তমান আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও হাটহাজারী বড় মাদ্রাসার মহা পরিচালক মাওলানা মুফতি খলিল আহম্মদ কুরাইশি দা.বা.। এ বিষয়ে গত ২৭শে জুন হাটহাজারী বড় মাদ্রাসায় অনুষ্ঠিত এক মিটিংএ বাবুনগরীর পরিবার ও আল হাসান ইসলামিক ফাউন্ডেশন একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। মিটিং এর বিষয়ে হাটহাজারী বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও আরবি সাহিত্য বিভাগের প্রধান মাওলানা আনোয়ার শাহ আজহারী (সেক্রেটারি আল হাসান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন) বলেন: জুনায়েদ বাবুনগরী রহ. শুধু একটি নাম নয় একটি বর্নাঢ্য ইতিহাস, হুজুরের আকস্মিক ও জনমনে প্রশ্নবিদ্ধ মৃত্যুর পর থেকেই পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রতিনিয়ত বাবুনগরী রহ.এর জীবন নিয়ে জানার আগ্রহ প্রকাশ করে যাচ্ছেন হুজুরের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, তাদের কথা চিন্তা করে এবং বাবুনগরী হুজুর সম্পর্কে সঠিক তথ্যের আলোকে সমগ্র জাতিকে সত্যটা জানানোর মহান এক দায়িত্ববোধ থেকে আমাদের এ উদ্যোগ।


বাবুনগরী রহ. স্মারক এর নির্দেশনার বিষয়ে হেফাজতের বর্তমান আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা. বলেন: আমার ভাগিনা হাফেজ জুনায়েদ রহ.স্মারক গ্রন্থ লেখা হচ্ছে আপনারা সকলে সহযোগিতা করবেন আমি এ আশা করছি। এদিকে হাটহাজারী বড় মাদ্রাসার মহা পরিচালকের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন : হাদিসে আছে “উযকুরু মুহাছিনা মাওতাকুম” (অর্থ: তোমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের গুণাবলি সম্পর্কে আলোচনা কর) সুতরাং আমি ও আপনারা সবাই এ কাজে সহযোগিতা করলে জাতির জন্য ভাল হবে।
এ উদ্যোগ সফল হবে কিনা জানতে চাইলে (বাবুনগরী রহ.এর জীবদ্দশায় হুজুরের সূখে-অসূখে সবচেয়ে বেশি যিনি সাথে ছিলেন) বাবুনগরী রহ.এর মেজু জামাতা মাওলানা আবদুল্লাহ সাহেব( শিক্ষা পরিচালক ফতেহপুর মাদ্রাসা) বলেন: দেশ বিদেশের অগণিত হুজুরের ভালবাসার মানুষ -ভক্তরা এবং হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতাকর্মীরা প্রায়শই হুজুরের জীবনীগ্রন্থ লিখতে তাগাদা দিয়ে যাচ্ছেন, ভক্তরা বারবার বলেন আমরা এমন এক বিরল, অপ্রতিরোধ্য প্রতিভা, যিনি এক আল্লাহ ছাড়া জীবনে আর কারোর কাছেই কখনো মাথা নত করেননি, দূর্লভ এক সাহসী নেতা, নির্লোভ -নিরহংকার, ইল্ মের জাহাজ খ্যাত জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস ও জনপ্রিয় শায়খুল হাদীস, মহান এ মনিষীকে জাতির মানসপট থেকে আমরা কখনোই ভূলে যেতে দিতে পারিনা,তিনি বলেন :সবার এক প্রকার ভালবাসার মধূর চাপ অনুভব করেই আমরা কঠিন ও মহৎ এ উদ্যোগ নিতে আগ্রহী হই, আশা করি আপনারা সকলে সহযোগিতা ও দূ’আ করবেন।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন , আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (মহা পরিচালক বাবু নগর মাদ্রাসা), আল্লামা খলিল আহম্মদ কুরাইশি (মহা পরিচালক হাটহাজারী বড় মাদ্রাসা),মাওলানা কবির আহমদ (সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক হাটহাজারী বড় মাদ্রাসা),মাওলানা ইলিয়াস হামিদি (বাবুনগরীর খলিফা প্রসিদ্ধ লেখক ও সুপরিচিত বক্তা ), মাওলানা জুবায়ের বাবুনগরী (বাবুনগরীর ছোট ভাই, সিনিয়র মুহাদ্দিস রাউজান সুলতান পুর এমদাদুল ইসলাম মাদ্রাসা ), মাওলানা মুফতি কুতুবউদ্দিন নানুপুরী (বাবুনগরীর সেজু জামাতা, সিনিয়র মুহাদ্দিস ও শায়খুল হাদিস নানুপুর উবাইদিয়া মাদ্রাসা), মাওলানা আনোয়ার শাহ আজহারী (বাবুনগরীর ভাগিনা, সিনিয়র শিক্ষক ও আরবি সাহিত্য বিভাগের প্রধান হাটহাজারী বড় মাদ্রাসা),মাওলানা শোয়াইব ইয়াহিয়া (সিনিয়র শিক্ষক হাটহাজারী বড় মাদ্রাসা),মাওলানা আবদুল্লাহ (বাবুনগরীর মেজু জামাতা, শিক্ষা পরিচালক ফতেহপুর মাদ্রাসা), মাওলানা নোমান আজহারী (সিনিয়র শিক্ষক হাটহাজারী বড় মাদ্রাসা), হেফাজত নেতৃবৃন্দ সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা