আজ
|| ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
বাংলাদেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হলো স্টারলিংকের
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৫
বাংলাদেশে আজ, ৯ই এপ্রিল, ২০২৫ তারিখে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের যাত্রা শুরু হয়েছে।
আজ ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ এই পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন এবং সামিটটি স্টারলিংকের মাধ্যমেই সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
বাংলাদেশ সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্টারলিংকের কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) গত ২৯ মার্চ স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা করার জন্য নিবন্ধন প্রদান করে।
তবে, বাণিজ্যিক কার্যক্রম শুরু করার জন্য স্টারলিংককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) থেকে নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট (NGSO) লাইসেন্স নিতে হবে। এই লাইসেন্সের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে।
Copyright © 2025 Dainik BD News24. All rights reserved.