ভাগ্নি ভালোবাসার মাঝেই জীবনের প্রকৃত উপলব্ধি”
“আজ ২ সেপ্টেম্বর ২০২৪
আজকের এই দিনে আমাদের মা-মুনির জন্য ছোট্ট একটি কবিতা লিখেছি ,আইজা রেহমান স্নেহা আজ জন্মদিন”
আইজা রেহমান স্নেহা আজ জন্মদিন
হাসি আর আনন্দে মেতে থাক প্রতিদিন।
আনন্দ আর গানে ,খুকি যেন থাকে সুখে
পূর্ণতায় ভরে থাক ,ছোট্ট নিষ্পাপ মনে।
হেরে যেন না যায়,জিতে ঘরে ফেরে
গর্বের বিশাল হিমালয়,বয়ে এনো মোর দ্বারে।
অনেক ক্ষানীক জ্ঞানী হও,প্রতিটি পদক্ষেপে
অজানাকে জেনে নিও,পুষে নিও সময়কে।
শুভ হোক সময়,শুভ হোক জীবন
শুভ্রতায় ভরে দিও,প্রতি জনের মন।
শুভ হোক এই দিন,আজ তোমার জন্মদিন।
ভালো থাক সুখে থাক,আনন্দ মেলায় প্রতিদিন।
ইতি তোমার মামা
গণমাধ্যম কর্মী
মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি