১ জুন ২০২৪ খ্রি. চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপির সম্মেলন কক্ষে তদন্তে পুলিশের করণীয় ও তদন্তের মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল আলম, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম মহোদয়।
এই কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। উক্ত কর্মশালায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি) মহোদয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে সিএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।