আমি বাংলাদেশ কবিতা
দীন মোহাম্মদ
আমি বাংলাদেশ
লজ্জায় মুখ ঢাকি
আমি বাংলাদেশ
চাপাতির ভয়ে থরথর কাঁপি।
আমি সভ্যতা
কোপ খেয়ে পড়ে আছি
আমি মানবতা
কোনমতে দম নিয়ে বাচি।
আমি রাজন, আমি রাকিব
নিভে গিয়ে জ্বেলে তুলি
বিবেকের নিভু নিভু প্রদীপ।
আমি বিশ্বজিৎ
বাচার আর্তনাদে করি চিৎকার
খবরের ফেরিওয়ালাদের গলেনি মন
করি ধিক্কার।
আমি মুক্তমনার কথা বলে
অসহিষ্ণুতার জাল বুনি
আল্লাহু আকবর ধ্বণিতে আবার
হয়ে যাই বীরের মত খুনি।
আমি তনু
সেনানিবাসের ক্ষতবিক্ষত লাশ
বিচারের আগেই সাজা হয়ে যাওয়া
বন্দুকযুদ্ধের মিথ্যা বাহাস।