দুবাইয়ে মিরসরাইয়ের সন্তানদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন মিরসরাই ইয়ুথ ফোরামের আয়োজনে এবং মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির পৃষ্টপোষকতায় ইফতার ও দোয়া মাহফিল রুচি রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে।
রোববার (৩১মার্চ) অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি, মিরসরাই ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আরশাদ নূর, সহ সভাপতি সালা উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শামীম, সমাজ কল্যায়ন সম্পাদক হুমায়ন কবির, শাহপরান, মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক রেজাউল করিমসহ ফোরামের সদস্যগণ।
ইফতার মাহফিলে মিরসরাই প্রবাসী সহযোদ্ধারা দুবাই, আল আইন, আবুধাবি, শারজাহ, আজমান রেক শহর থেকে এসে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি।
Office
United Arab Emirates
Dubai Dera Al Baraha Villa no: 11 office no: 303
phone :+971522830066
Tel:04-3459483