অমর একুশে বই মেলা -২০২৪ এসেছে আরব আমিরাত প্রবাসী কবি, লেখক ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্নার রচিত নতুন বই আদর্শ পিতা – নুরুল ইসলাম কোম্পানি আত্মজীবনী। বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এবং শিক্ষানুরাগী,জনাব নুরুল ইসলাম কোম্পানির ৯ পুত্র এবং ৬ কন্যা সন্তানের জনক।তিনি দেশে বিদেশে পুত্র-কন্যাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছেন।
এছাড়াও তিনি দেশ – বিদেশে বিভিন্ন তাঁর প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান করেছে।
তিনি অত্যন্ত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তাঁর মেধা ও পুঁজি ব্যবহার করে একজন সাধারণ ব্যবসায়ী থেকে বর্তমানে চট্টগ্রাম জেলার অন্যতম ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন৷ তিনি তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের দ্বায়িত্ব পালন করে আসছেন। সরকারী তাঁর কর্মময় জীবনের স্বীকৃতি স্বরূপ- ১৯৯১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাজ থেকে পুরস্কার গ্রহন করেন৷
পাক্ষিক খবরিকা পএিকার পূর্তিতে গুণীজন সম্মাননা ২০০৮ সমাজসেবা,এবং মিরসরাই, চট্টগ্রাম সহ দেশ -বিদেশে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় নুরুল ইসলাম কোম্পানি কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
তিনি সদা হাস্যোজ্বল থাকেন এবং সকলকে হাস্যরসিকতায় মুগ্ধ করে থাকেন। সদালাপী ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হিসেবে সর্বজন বিদিত। তাঁর নেতৃত্বের গুণাবলী অনেকের পাথেয় হতে পারে।
কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না বলেন –
ছোটবেলা থেকেই লেখা – লেখি – কবিতার প্রতি ছিল তার ভালোবাসা। তাছাড়া প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাকে সবসময় তাড়া করে বেড়াতো। জীবনের সংকট, আশা-নিরাশা, ভ্রমণ, হাস্যরস, স্মরণ, সাহিত্য-সংস্কৃতি ও ধর্মাচার ইত্যাদি নানা উপাদানে নির্মাণ করেছেন এই বই। রাজনৈতিক, অর্থনৈতিক ও সমাজ জীবনের দুর্লভ সাহিত্য হয়ে উঠেছে তার সরল বয়ান। অসম্ভব মায়া তার মনে, বইটির পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যাবে সে খোঁজ।
নিভৃতপ্রিয়, প্রচারবিমুখ প্রকৃতিপ্রেমী মনির উদ্দিন মান্না ,
বর্তমান সমাজে আলো ও কালো দুই দিকেরই সমান প্রতিফলন এবং তার চোখে দেখা প্রকৃতির অপরূপ সৌন্দর্য এসব নিয়েই তুলে ধরেছেন তার বইগুলোতে। তাই সমাজ ও প্রকৃতিবিষয়ক তার কর্মপরিধির এ বইগুলো পাঠকপ্রিয়তা পাবে এবং পাঠক সমাজ কিছুটা হলেও সমাজ, পরিবেশ ও প্রকৃতিকে ভালোবাসতে শেখার পাশাপাশি সচেতনও হতে পারবে বলে মনে করেন তিনি।
মনির উদ্দিন মান্নার বইগুলো পাওয়া যাবে অমর একুশে বই মেলা -২০২৪ঢাকা।
আদর্শ পিতা – নুরুল ইসলাম কোম্পানি আত্মজীবনী
বইটির প্রচ্ছদ করেছেন ওমর ফারুক । প্রকাশক ঢাকার খ্যাতিমান প্রকাশনা সংস্থা আলপনা প্রকাশ।
অমর একুশে বই মেলা -২০২৪ পাওয়া যাবে সব গুলো বই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি মানবতার কবি শ্রদ্ধেয় ফখরুল ইসলাম খান সি. আই. পি,(আলপনা প্রকাশ, ঢাকা)
‘শেষ বিদায়’ ‘বিজয় থেকে বিজয়ে’ ‘তোমাকে হারিয়েছি কেন’ ‘হৃদয়ে বাংলাদেশ’ বইগুলো প্রকাশ করেছে (নন্দিতা প্রকাশনা,ঢাকা) ও ‘লাল সবুজের পতাকা’ (নব সাহিত্য প্রকাশনী, ঢাকা)।
অনলাইনেও রকমারি ডট কম থেকে পাওয়া যাবে। আপনাদের ভালোবাসা বইটি পাঠকপ্রিয়তা পাবে।
বইটি পাবেন দুবাই, ঢাকা-চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের প্রতিটি জেলার বইমেলায় পাওয়া যাবে।