সংযুক্ত আরব আমিরাতে চাটগাঁইয়া শিল্পী সংস্থার আত্মপ্রকাশ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের ও আঞ্চলিক সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে হবে।
মোঃ সাইফুল ইসলাম (তালুকদার)
/ ১৩৫২
Time View
Update :
সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
Share
সংযুক্ত আরব আমিরাতে চাটগাঁইয়া শিল্পী সংস্থার আত্মপ্রকাশ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের ও আঞ্চলিক সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে হবে। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । দেখা গেছে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মদের অনেকেই দেশীয় ও আঞ্চলিক ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে তেমন একটা ধারণা নেই। তাই তাদের লক্ষ্য উদ্দেশ্য করেই সংযুক্ত আরব আমিরাতে চাটগাঁইয়া শিল্পী সংস্থা (CSS) এর আত্মপ্রকাশ ঘটেছে। আশা করি এই সংগঠনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের কৃষ্টি কালচার সম্পর্কে উৎসাহিত করা হবে। তবে আরব আমিরাতে চট্টগ্রামের যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারাও এই সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরবেন বলে আশা করেন বক্তারা। রবিবার (৪ ফেব্রুয়ারী) আজমান নুর আল মদিনা রেস্টুরেন্ট হলরুমে চাটগাঁইয়া শিল্পী সংস্থার আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। শিল্পী কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে সরোয়ার জামান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পী জসিম উদ্দিন পলাশ,মোহাম্মদ মোরশেদ, সিহাব সুমন,বিকাশ বড়ুয়া,মঈন উদ্দিন আল মামুন,সাইফুল ইসলাম রেমি,রুবেল দে, মো: আসিফুল আলম,লিটন কুমার শীল প্রমুখ। কেক কেটে শুভ সূচনা করা হয়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ২১ সদস্য বিশিষ্ট চাটগাঁইয়া শিল্পী সংস্থা (CSS) সংযুক্ত আরব আমিরাত এর কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন, কাজী সালাউদ্দিন সভাপতি, সরোয়ার জামান জাবেদ সাধারণ সম্পাদক। উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন শেখ ফরিদ সিআইপি,আইয়ুব আলী বাবুল সিআইপি,ইছমাইল গনি চৌধুরী,ইব্রাহিম ওসমান আফলাতুন সিআইপি, ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী সিআইপি, সেলিম উদ্দিন চৌধুরী,জসিম উদ্দীন পলাশ,কাজী মোহাম্মদ আলী, আহমেদ আলী জাহাঙ্গীর,মোহাম্মদ সেলিম উদ্দিন সিআইপি,হাজী সেলিম সিআইপি,আরশাদ হোসাইন হিরু, আলহাজ্ব ইয়াকুব সৈনিক, আজগর চৌধুরী,আকরামুল হক চৌধুরী, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, মোঃ হোসেন,মোহাম্মদ ইয়াকুব,আব্দুর রহিম বাবুল, জাহাঙ্গীর আলম,শাহদাত হোসেন, মোঃ মঈনুদ্দিন,ইঞ্জিনিয়ার এস এম মহিউদ্দিন ইকবাল, সালাউদ্দীন কাদের বাপ্পী,মোঃ বাসার। মূল কমিটিতে যারা আছেন, সভাপতি কাজী সালেহ উদ্দীন,সহ-সভাপতি শিহাব সুমন,সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার জামান (জাবেদ), সহ-সাধারণ সম্পাদক রুবেল দে, সাংগঠনিক সম্পাদক আল মনসুর, সহ-সাংগঠনিক সম্পাদ রবিন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক বিকাশ বড়ুয়া,সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ সেলিম চৌধুরী, যোগাযোগ সম্পাদক লিটন কুমার শীল,সহ-যোগাযোগ সম্পাদক মঈনুদ্দিন আল মামুন,অর্থ সম্পাদক ওয়াহিদুল আলম মুন্না। সদস্যরা হলেন, মোঃ আসিফুল আলম,মোঃ মহিউদ্দিন রাসেল,সানি মজুমদার,সুব্রত দাশ, জিয়াউল হক, আহসান আরিফ,তপন দাশ, সুজন কুমার শীল,মোঃ নুরুজ্জামান খোকন,সাইফুল ইসলাম রেমি, মোঃ ইসমাইল, বাপ্পারাজ নাথ।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি।
Office
United Arab Emirates
Dubai Dera Al Baraha Villa no: 11 office no: 303
phone :+971522830066
Tel:04-3459483